ব্যাখ্যা: তুমি যাও হচ্ছে অনুজ্ঞা বাক্য । আদেশ, আনুরোধ, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুঙ্গা পদ বলে। যেমন- তুমি খাও--- বর্তমান কাল অনুঙ্গা।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।