সঠিক উত্তর হচ্ছে: ১৯৩৪
ব্যাখ্যা: আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান \"আমার ভাইয়ের রক্তে রাঙানো\" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। গ্রন্থতালিকাঃ\nচন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০)
\nনাম না জানা ভোর (১৯৬২)
\nনীল যমুনা (১৯৬৪)
\nশেষ রজনীর চাঁদ (১৯৬৭)
\nকৃষ্ণপক্ষ (১৯৫৯)
\nসম্রাটের ছবি (১৯৫৯)
\nসুন্দর হে সুন্দর (১৯৬০)
\nডানপিটে শওকত (১৯৫৩)
\nসম্পাদনা: বাংলাদেশ কথা কয় (১৯৭২)
\nপলাশী থেকে ধানমণ্ডি (২০০৭)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী\nআমরা বাংলাদেশী নাকি বাঙ্গালী