সঠিক উত্তর হচ্ছে: হিমোগ্লোবিন
ব্যাখ্যা: ══━━━━✥◈✥━━━━══ \r\n? রক্তে ইউরিক এসিডের পরিমাণ বেড়ে গেলে গেটেবাত হতে পারে; \r\n\r\n? রক্তে শর্করার পরিমাণ বেশি থাকা ডায়বেটিসের একটি লক্ষণ;\r\n\r\n? রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে;\r\n\r\n? রক্তে হিমোগ্লেবিনের মাত্রা স্বাভাবিক বা বেশি থাকলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই বরং কমে গেলে তা রক্তশূন্যতা নির্দেশ করে। \r\n══━━━━✥◈✥━━━━══