সঠিক উত্তর হচ্ছে: নিমিত্তার্থে ৪র্থী
ব্যাখ্যা: বেলা যে পড়ে এলো \"জলকে\" চল। নিমিত্তার্থে কারকে ৪র্থী বিভক্তি।\n\nনিমিত্তার্থে \'কে\' বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়। যেমন - \'বেলা যে পড়ে এল, জলকে চল।\' (রবীন্দ্রনাথ ঠাকুর)।\n\nতিনি হজে গেছেন। (নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি)