সঠিক উত্তর হচ্ছে: চৈতন্য-ভাগবত
ব্যাখ্যা: ষোড়শ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভুর জীবনী সাহিত্য বাংলা সন্তজীবনী ধারায় এক নতুন যুগের সূচনা ঘটিয়েছিল। সে যুগে একাধিক কবি চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে কাব্য রচনা করে গিয়েছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: কৃষ্ণদাস কবিরাজেযে চৈতন্যচরিতামৃত, বৃন্দাবন দাস ঠাকুরের(প্রথম বাংলায় শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থ) চৈতন্য-ভাগবত, এবং লোচন দাস ঠাকুরের চৈতন্যমঙ্গল। সূত্রঃ বাংলাপিডিয়া।