সঠিক উত্তর হচ্ছে: অধিকরণে ৭মী
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। \"থানায় এজাহার দাও\"- বাক্যটিতে থানায় বলতে একটি নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে। তাই এটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি নির্দেশ করে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) ]