সঠিক উত্তর হচ্ছে: ব্যাবিলন
ব্যাখ্যা: রাজা হাম্মুরাবি কঠোর হাতে মেসোপটেমিয়া শাসন করেছেন। তিনি আইন প্রণয়ন ও অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছিলেন। তাঁর আইনগুলো \'কোড অব হাম্মুরাবি\' নামে পরিচিত। এটি সবচেয়ে পুরোনো লিখিত আইন। নগররাষ্ট্র ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার কেন্দ্রবিন্দু।