সঠিক উত্তর হচ্ছে: গণনা বাচক
ব্যাখ্যা: একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। যেমন : সপ্তাহ বলতে আমরা সাত দিনের সমষ্টি বুঝিয়ে থাকি। সপ্ত (সাত) + অহ (দিনক্ষণ)=সপ্তাহ। এখানে দিন একটি একক।\n\nএরূপ : সাতটি দিন বা সাতটি একক মিলে হয়েছে সপ্তাহ।