সঠিক উত্তর হচ্ছে: নাফ
ব্যাখ্যা: নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ কক্সবাজার জেলার একটি উপজেলা ।বাংলাদেশের সর্ব দক্ষিণ -পূর্ব সীমান্তে এ উপজেলাটির অবস্থান।মিয়ানমার থেকে বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে এ নদীটি।এ নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি।পদ্মা নদীর তীরে অবস্থিত উল্লেকযোগ্য শহর -বন্দর হলো রাজশাহী, শিলাইদহ, সারদা, গোয়ালন্দ।যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ, আরিচা, বাহাদুরাবাদ, ভুয়াপুর, জগন্নাথগঞ্জ।কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্রগ্রাম , চন্দ্রগ্রাম, চন্দ্রঘোনা , কাপ্তাই।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]