ব্যাখ্যা: সোনা ও তামার অনুপাতের সমষ্টি = ৩ + ১ = ৪ \nসোনার পরিমান = ১৬ এর ৩/৪ = ১২ গ্রাম \nতামার পরিমান = ১৬ এর ১/৪ = ৪ গ্রাম \nধরি, \nক গ্রাম সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে \nপ্রশ্নমতে, \n(১২ + ক)/৪ = ৪/১ \n১২ + ক = ১৬ \nক = ৪ গ্রাম
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।