নিচের অপশন গুলা দেখুন
- ১৮৯
- ৪২
- ৬৩
- ১২৬
এমনিতেই সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করা উচিত।
৪২ কে ২১ দিয়ে ভাগ করা গেলেও ৯ দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না।
দ্বিতীয় ক্ষুদ্রতম ৬৩। এখন ৬৩ কে ২১ এবং ৯ দুইটা দিয়েই নিঃশেষে ভাগ করা যায়। যেহেতু ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে তাই আর অপশন দেখার দরকার নেই।
অর্থাৎ, উত্তর ৬৩।