সঠিক উত্তর হচ্ছে: ট্রান্সলেটর
ব্যাখ্যা: উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলে অনুবাদক সফটওয়্যার।অনুবাদক সফটওয়্যার তিন প্রকার।যথা- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।এসেম্বলার ও কম্পাইলার উভয়েই গৌণ মেমোরিতে থাকে৷ প্রয়োজনের সময় তাদেরকে র্যামে আনা হয়৷কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করেইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে অনুবাদ করতে ব্যবহৃত হয়। [Source - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান]