সঠিক উত্তর হচ্ছে: ৭২৬
ব্যাখ্যা: প্রথম বছরের সুদ ৬০০ এর ১০% = ৬০টাকা ২য় বছরে আসল ৬০০ টাকার সুদ আবার\n৬০ টাকা + প্রথম বছরের ৬০ টাকার উপর আবার ১০% অর্থা ৎর্থা অতিরিক্ত ৬ টাকা সুদ দিতে\nহবে। তাহলে মোট সুদ হবে ৬০+৬০+৬ = ১২৬ টাকা। সুদাসল হবে ৬০০+১২৬ = ৭২৬ টাকা।