সঠিক উত্তর হচ্ছে: ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা: সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয় ।যথা : শাখা (ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব , বাক্যতত্ত্ব ) আলোচ্য বিষয় ( ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান ,ধ্বনি পরিবর্তন ও লোপ ,ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি বা ধ্বনি সংযোগ ।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]