সঠিক উত্তর হচ্ছে: শীত
ব্যাখ্যা: জুন মাসে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলেও একই সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। শীতকাল - যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সে অংশে তখন উত্তর গোলার্ধে মার্চ মাসে বসন্তকাল আর সেপ্টেম্বর মাসে শীতকাল বিরাজ করে।