সঠিক উত্তর হচ্ছে: মহৎ+ইমন
ব্যাখ্যা: মহিমা একটি তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির শেষে যে সব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এখানে মহৎ নাম প্রকৃ্তির সাথে \'ইমন\' প্রত্যয় যুক্ত হয়ে মহিমা নতুন শব্দ গঠন হয়েছে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরন ৯ম-১০ম শ্রেনী]