সঠিক উত্তর হচ্ছে: সুন্দরী
ব্যাখ্যা: সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি। সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী। সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
সুন্দরবনের অন্যান্য বৃক্ষের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
শাল বা গজারী হলো শালবনের প্রধান বৃক্ষ।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)