সঠিক উত্তর হচ্ছে: পরি + ঈক্ষা
ব্যাখ্যা: ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে ঈ-কার হয়। ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: অতি + ইত = অতীত। অনুরূপভাবে-\n\nঅতি + ইব = অতীব (ই + ই = ঈ)\nরবি + ইন্দ্র = রবীন্দ্র\nপরি + ঈক্ষা = পরীক্ষা\nগিরি + ঈশ = গিরীশ\nযোগী + ইন্দ্র = যোগীন্দ্র\nঅধি + ঈশ্বর = অধীশ্বর ইত্যাদি।