সঠিক উত্তর হচ্ছে: কর্তৃকারকে ২য়া
ব্যাখ্যা: কাজটি যে করে সেই কর্তৃকারক। অপরের অধীনে না হয়ে নিচে ক্রিয়া সম্পাদন করলে সেই হয় কর্তা। কর্তৃ কারক নির্ণয়ের জন্য প্রশ্ন হচ্ছে \'কে বা কারা\'? যেমন: আমাকে যেতে হবে।কাকে যেতে হবে?\'আমাকে\'। এখানে আমাকে কর্তৃকারক।দ্বিতীয় বিভক্তি চিহ্ন কে, রে।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি]