নিচের অপশন গুলা দেখুন
- ৩৬
- ৩২
- ২৮
- ২৫
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতিহাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার ২৮। ২০১৮ সালে এই হার ছিলো ২৯।
অন্যদিকে, এক বছরের নিচে প্রতি হাজারে শিশু মৃত্যুহার ২১ এবং এক মাসের কম বয়সের শিশুমৃত্যু হার প্রতিহাজারে ১৫।
একই রিপোর্ট অনুসারে,
স্থূল জন্মহার ১৮.১ এবং স্থূল মৃত্যুহার ৪.৯।
প্রতিলাখে মাতৃমৃত্যু হার ১৬৫।
গড় আয়ুষ্কাল ৭২.৬ বছর।
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৩.৪।
স্বাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) ৭৪.৪।
মোট প্রজনন হার ২.০৪।
পুরুষ ও নারী অনুপাত ১০০:১০০.২।
১৫-৫৯ বয়সী জনসংখ্যার পরিমাণ শতকরা ৬৩.৩ ভাগ।
মুসলিম জনসংখ্যার হার ৮৮.৪ ভাগ।
১ জুলাই ২০১৯ অনুসারে দেশের মোট জনসংখ্যা ১৬.৬৫ কোটি।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট)