সঠিক উত্তর হচ্ছে: সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত ত্রিশের দশকের পঞ্চপাণ্ডবদের একজন। তিনি কখনো উপন্যাস লেখেননি। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সংবর্ত, ক্রন্দসী, প্রতিদিন ইত্যাদি। তিথিডোর, সানন্দা, লালমেঘ, কালের হাওয়া ইত্যাদি বুদ্ধদেব বসু রচিত উপন্যাস। মৃত্যুক্ষুধা, বাধনহারা ও কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। মাল্যবান, সুতীর্থ, নিরুপম যাত্রা ইত্যাদি জীবনানন্দ দাশ রচিত উপন্যাস। (সূত্রঃ Hello BCS লেকচার এবং বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)