ব্যাখ্যা: কোনো প্রত্যয় না থাকলে ক্রিয়া প্রকৃতিটি শূন্য প্রত্যয় রূপে বাক্যে ব্যবহৃত হয়। উদাহরণঃ এ মোকদ্দমায় তোমার জিত্ হবে না, হার্-ই হবে। গ্রামে খুব ধর্ পাকড় চলছে। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।