ধরি, ববি ও কবির কাছে যথাক্রমে ৭x ও ৯x টি আপেল আছে। প্রশ্নমতে, ৭x+২১ : ৯x-২১ = ৭ঃ৬ ⇒ (৭x+২১)/(৯x-২১) = ৭/৬ ⇒ ৪২x + ১২৬ = ৬৩x - ১৪৭ ⇒ ২১x = ২৭৩ ∴ x = ১৩ ∴ কবির কাছে ববি অপেক্ষা বেশি আছে = (৯x-৭x) টি = ২x টি = (২×১৩) ” = ২৬ টি
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।