সঠিক উত্তর হচ্ছে: মাথা খাটিয়ে কাজ করবে
ব্যাখ্যা: মাথা খাটিয়ে কাজ করবে বাক্যে \'মাথা\' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে । \n\nএকই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ\nশব্দই ভাষার সম্পদ। বাংলা ভাষার শব্দ ভান্ডারে অসংখ্য শব্দ রয়েছে। এক একটি শব্দের এক একটি বিশেষ অর্থ আছে।\n\nকিন্তু অনেক সময় দেখা যায় যে কোন একটি শব্দ শুধুমাত্র একটি বিশেষ অর্থে ব্যবহৃত না হয়ে ভিন্ন ভিন্ন বিশেষ বিশেষ অর্থে ব্যবহৃত হয়। শব্দের এরূপ ব্যবহারকে ভিন্নার্থে প্রয়োগ বলা হয়। \n\n