সঠিক উত্তর হচ্ছে: কোকিলারা
ব্যাখ্যা: আব্দুল্লাহ আল মামুন রচিত এক চরিত্র নির্ভর নাটক- কোকিলারা। উল্লেখযোগ্য চরিত্র- প্রথম কোকিলা, দ্বিতীয় কোকিলা, তৃতীয় কোকিলা। লেখকের অন্যান্য নাটক- সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এখনও ক্রীতদাস, মেরাজ ফকিরের মা, শাহজাদীর কালো নেকাব, চারদিকে যুদ্ধ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।