সঠিক উত্তর হচ্ছে: রজনীকান্ত সেন
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। ১৮৬১ সালে তিনি মেঘনাদবধ মহাকাব্য রচনা করেন। কায়কোবাদ ১৯০৪ সালে মহাশ্মশান নামে মহাকাব্য লেখেন। যোগীন্দ্রনাথ বসু ১৯১৪ সালে পৃথ্বীরাজ নামে মহাকাব্য রচনা করেন। এছাড়া, ইসমাঈল হোসেন সিরাজী স্পেন বিজয় কাব্য, নবীনচন্দ্র সেনের রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস, হেমচন্দ্র সেনের বৃত্রসংহার, মুহাম্মদ হামিদ আলীর কাসেম বধ মহাকাব্য হিসেবে স্বীকৃত৷ রজনীকান্ত সেন গীতিকবি হিসেবে পরিচিত। তিনি মহাকাব্য রচনা করেননি। তার গীতিকাব্যের মধ্যে বাণী, কল্যাণী, অমৃত, আনন্দময়ী ইত্যাদি উল্লেখযোগ্য। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)