সঠিক উত্তর হচ্ছে: রাজশাহী
ব্যাখ্যা: শুকুর মাহমুদ (১৬৬৫-১৭৩৫) মধ্যযুগের একজন সাধক কবি। তিনি রাজশাহী জেলার সিন্দুর কুসুম গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম আবদুল শুকুর মাহমুদ। তার রচিত কাব্যের নাম- গোপীচন্দ্রের সন্ন্যাস (১৭০৫)। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।