সঠিক উত্তর হচ্ছে: অনু + এষণ
ব্যাখ্যা: স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সন্ধি হলে স্বরসন্ধি হয়। স্বরসন্ধির কিছু নিয়মঃ\n১. এ + অন্য স্বরবর্ণ = অয়্, উদাহরণ: নয়ন = নে + অন\n২. ঐ + অন্য স্বরবর্ণ = আয়্, উদাহরণ: গায়ক = গৈ + অক\n৩. ও + অন্য স্বরবর্ণ = অব্ , উদাহরণ: গবেষণা = গো + এষণা, অন্বেষণ = অনু + এষণ\n৪. ঔ + অন্য স্বরবর্ণ = আব্ উদাহরণ: নাবিক = নৌ + ইক\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]