সঠিক উত্তর হচ্ছে: এজিদ
ব্যাখ্যা: ”বিষাদ সিন্ধু” উপন্যাসের নায়ক- এজিদ\nহযরত মুহাম্মদ (স:) এর দৌহিত্র হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা-প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হোসেনের করুণ পরিণতি বিষাদ সিন্ধু উপন্যাসের মূল বিষয়। ইসলামিক ভাবে নায়ক ইমাম হোসেন। কিন্তু সাহিত্যিক বিচারে এজিদ ই নায়ক। মীর মোশাররফ হোসেন এজিদ কেই নায়ক দেখিয়েছে।