সঠিক উত্তর হচ্ছে: ক ও গ
ব্যাখ্যা: ভুসুকুপা এবং শবরপা দুইজনই বাঙালি কবি ছিলেন।
\"আজি ভুসুকু বঙ্গালী ভইলী। নিঅ ঘরিণী চন্ডালে লেলী।\" -
ভুসুকুপার এই উক্তিকে প্রমাণ স্বরূপ মনে করে তাঁকে বাঙালি অনুমান করা হয়।
সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
অন্যদিকে,
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে শবরপা বাঙ্গালি কবি ছিলেন ও তার জন্ম এই অঞ্চলে হয়েছিলো।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।