সঠিক উত্তর হচ্ছে: ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
ব্যাখ্যা: -ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক এবং ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। এটি ১৯টি ইইউ সদস্য দেশসমূহ নিয়ে গঠিত এবং বিশ্বের বৃহত্তম মুদ্রা অঞ্চলসমূহ। জার্মানির ফ্রাঙ্কফুর্টে এর সদর দপ্তর অবস্থিত। -১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচটে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ম্যাসট্রিচট (Maastricht Treaty) চুক্তি নামে পরিচিত। -ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম এ অবস্থিত। -ইউরোপিয়ান পার্লামেন্টের সচিবালয় স্ট্রাসবার্গ,ফ্রান্স এ অবস্থিত। (তথ্যসূত্র-উইকিপিডিয়া)