ব্যাখ্যা: ব্রাহ্মী লিপির তিনটি রূপ- সারদা(কাশ্মির ও পাঞ্জাবের প্রচলিত রূপ), নাগর (রাজস্থান-মালব; গুজরাট ও মধ্যপ্রদেশে প্রচলিত রূপ) এবং কুটিল (ভারতের পূর্বাঞ্চলে প্রচলিত রূপ)। বাংলা কুটিল রূপ থেকে এসেছে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।