সঠিক উত্তর হচ্ছে: I have read piece of poetry
ব্যাখ্যা: a) a piece of poetry/poem হবে। কারণ, poetry দ্বারা সমগ্র কাব্যকে বুঝায় যা একজন ব্যক্তির পক্ষে পড়া সম্ভব নয়। তাই বিশেষ কোন একটি কাব্য/কবিতা বুঝাতে a piece of poetry/poem ব্যবহৃত হয়।\n\n c) saw এর স্থলে felt হবে। কারণ, নাড়ী দেখা যায় না বরং এর স্পন্দন অনুভব করতে হয় বলে কারও নাড়ি দেখা অর্থে feel one\'s pulse ব্যবহৃত হয়।\n\n d) took his birth এর স্থলে was born হবে। কারণ, কেউ নিজে জন্মগ্রহণ করে না, মা কর্তৃক তাকে জন্ম দেওয়া হয় তাই passive করে লিখতে হয়।