সঠিক উত্তর হচ্ছে: ভিজা ও নরম
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? তাপ উৎপাদন ক্ষমতা ও কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লা তিন প্রকার: অ্যাসাইট, বিটুমিনাস, পীট কয়লা। \r\n\r\n? অ্যাম্প্রাসাইট সবচেয়ে। উন্নতমানের কয়লা - এ কয়লা দহনে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয়। \r\n\r\n? সবচেয়ে নিম্নমানের কয়লা হলাে পীট । পীট কয়লা ভিজা ও নরম এবং দহনে। খুব কম তাপ উৎপন্ন হয়।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆