সঠিক উত্তর হচ্ছে: এজেন্ট
ব্যাখ্যা: \'এজেন্ট\' (agent ) ইংরেজি ভাষা থেকে আগত একটি শব্দ। এটার অর্থ শাসক , ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল। \'দাখিল\' শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ পেশ বা উপস্থাপন করা । \'আইন\' শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে, যার অর্থ সরকারি বিধি, বিধান বা কানুন। \'মুচলেকা শব্দটি এসছে তুর্কি ভাষা থেকে, যার অর্থ শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবে। এই মর্মে লিখিত অঙ্গীকারপত্র।