সঠিক উত্তর হচ্ছে: হাজার বছর ধরে
ব্যাখ্যা: হাজার বছর ধরে প্রখ্যাত বাংলাদেশী ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। ১৯৬৪ সালে এ উপন্যাসটির জন্য তিনি আদমজী পুরষ্কারে সম্মানিত হন।\nকথা ও কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।\nকবি আহসান হাবীব এর রচিত প্রথম কাব্যগ্রন্থ হল রাত্রিশেষ(১৯৪৭)\nচোখের ছাতক কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]