সঠিক উত্তর হচ্ছে: লর্ড মাউন্টব্যাটেন
ব্যাখ্যা: ১৯৪৭ সালের ৩ জুন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট মাউন্টব্যাটেন ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত করার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি সিরিল জন র্যাডক্লিফকে দুটি সীমানা নিযুক্তকারী কমিশনের চেয়ারম্যান করেন। ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত স্বাধীন আইন, ১৯৪৭’ প্রণীত হয়। এ সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি।