সঠিক উত্তর হচ্ছে: বত্রিশ সিংহাসন
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার \"বত্রিশ সিংহাসন \" রচনা করেন।রাজা বিক্ৰমাদিত্যের কর্মকাণ্ড ও চরিত্র বইয়ের বিষয়বস্তু । কথিত আছে , বিক্ৰমাদিত্যের মণিমাণিক্যখচিত একটি সিংহাসন ছিল, বত্রিশটি পুতুল চারদিক থেকে সিংহাসনটিকে বেষ্টন করে থাকত । তাই থেকে বইটির নামকরণ বত্রিশ সিংহাসন ।