সঠিক উত্তর হচ্ছে: তুর্কি
ব্যাখ্যা: তুর্কি শব্দ মনে রাখার কৌশল:\nবিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায় কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় ।\nকিছু গুরুত্বপূর্ণ তুর্কি শব্দঃ\nবাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা, খাতুন , বেগম, আলখেল্লা.খোকা ইত্যাদি তুর্কি শব্দ।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]