সঠিক উত্তর হচ্ছে: বইমেলা
ব্যাখ্যা: ফ্রাঙ্কফুর্ট (জার্মানীর পঞ্চম বৃহত্তম শহর। শহরটির পূর্ণ নাম ফ্রাঙ্কফুর্ট আম মাইন।\n\nমাইন নদীর ফোর্ড বা অগভীর তীরে গড়ে উঠা এ\n\nশহরটি ফোর্ড অব দা ফ্রাঙ্ক নামেও পরিচিত।\n\nফ্রাঙ্কফুটই জার্মানীর একমাত্র শহর যা প্রথম দশটি ‘আলফা ওয়ার্ল্ড সিটি’র একটি।এটি বিখ্যাত বই মেলার জন্য।\n\nদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন জার্মানীর অংশ ছিল এই ফ্রাঙ্কফুর্ট এবং এখানেই ছিল জার্মানীতে অবস্থানকৃত অ্যামেরিকার সকল কার্যক্রমের সদর দপ্তর।\n\n[তথ্যসূত্রঃ পত্রিকা]