সঠিক উত্তর হচ্ছে: মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা লেখেন কবি ও নাট্যকার মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩ খ্রি). । তার রচিত সনেটসমূহ \'চতুর্দশপদী কবিতাবলী\' (১৮৬৬) তে সংকলিত। প্রশ্নে উল্লিখিত অন্য কবি - সাহিত্যিকগণ সনেট রচনা করেননি।\n\n[তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]