সঠিক উত্তর হচ্ছে: মূল্যবোধ শিক্ষা
ব্যাখ্যা: সঠিক উত্তর ক,মূল্যবোধের শিক্ষা\n\nভালো-মন্দ, সুন্দর-কুৎসিত, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, কর্তব্য-অকর্তব্য ও ভুল-শুদ্ধ সম্পর্কিত যে-বিচারবোধ মানুষের মধ্যে দেখা যায় এবং বাহ্য প্রভাবে নিজের মধ্যে জাগ্রত যে-চেতনার দ্বারা মানুষের আচার-আচরণ ও কর্মকান্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, তাকেই বলা হয় নৈতিক চেতনা।আর এই নৈতিক চেতনা আসে মূল্যবোধের শিক্ষা থেকে।