সঠিক উত্তর হচ্ছে: ৩৩০
ব্যাখ্যা: ধরি, রুবেল ও রবির মূলধনের যথাক্রমে x ও x\nসাব্বিরের মূলধন = x - ১০০০\nপ্রশ্নমতে, x + x + x - ১০০০ = ১১০০০\nx = ৪০০০\n\nরুবেল, রবি, ও সাব্বিরের মূলধনের অনুপাত = ৪০০০ঃ ৪০০০ঃ ৩০০০ = ৪ঃ৪ঃ৩\nসাব্বির পাবে = ১২১০ × ৩/৪ +৪ + ৩\n= ৩৩০ টাকা।