সঠিক উত্তর হচ্ছে: দূর্গেশনন্দিনী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস \"দুর্গেশনন্দিনী\" প্রথম ১৮৬৫ সালে প্রকাশিত হয়। \nশর্মিষ্ঠা ও পদ্মাবতী মধুসুদন দত্ত রচিত নাটক। আলালের ঘরে দুলাল প্যারি চাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তবে এটি সার্থক উপন্যাস নয়। \n\nসোর্সঃ সৌমিত্র শেখর