সঠিক উত্তর হচ্ছে: ধানখেত
ব্যাখ্যা: \"নিমন্ত্রণ\" কবিতাটি ধানখেত কাব্যগ্রন্থের অন্তর্গত। এ কবিতায় কবি তার বন্ধুকে কাজল গাঁয়ে নিমন্ত্রণ করেন। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলঃ রাখালী, নক্সী কাঁথার মাঠ, ধানখেত, এক পয়সার বাঁশী, বালুচর, চাষার ছেলে, খেলোয়াড়, সোজন বাদিয়ার ঘাট, মা যে জননী কান্দে, রূপবতী, মাটির কান্না ও সুচয়নী। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]