সঠিক উত্তর হচ্ছে: কর্ম কারকে সপ্তমী
ব্যাখ্যা: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে কিংবা ক্রিয়া সম্পন্ন করার জন্য কর্তাকে যার আশ্রয় নিতে হয় তাকেই কর্মকারক বলে। এখানে \"কারে\" আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। তাই কার+এ বিভক্তি যোগে ক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই এটি কর্ম কারকে সপ্তমী বিভক্তি।\nসোর্স ; নবম-দশম শ্রেনী বাংলা দ্বতীয় পত্র, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা( ড, সৌমিত্র শেখর)