সঠিক উত্তর হচ্ছে: প্রত্যয়জনিত
ব্যাখ্যা: আমরাজানি, এক পদ থেকে অন পদে রুপান্তরের নাম পদান্তর। বিশেষ্য বা বিশেষণ পদকে প্রত্যয় যোগে বিশেষ্য বা বিশেষণ পদে রুপান্তর করা যায়। তবে সবক্ষেত্রে প্রত্যয় যোগ করলে তা শুদ্ধ হয় না। এইজন্য উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ। সঠিক শব্দ- উৎকর্ষ( বিশেষ্য) এবং উৎকৃষ্ট (বিশেষণ পদ)।