সঠিক উত্তর হচ্ছে: ব্রহ্মদেশে বিপ্লবী আন্দোলন
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী উপন্যাস ১৯২৬ প্রকাশিত হয় । এটি রাজনৈতিক উপন্যাস, যার পটভূমি ব্রহ্মদেশ । এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র । এই উপন্যাসে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন দেয়া হয়েছে । [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]