সঠিক উত্তর হচ্ছে: ১৯২১
ব্যাখ্যা: সিন্ধু সভ্যতা গড়ে উঠে পাকিস্তানের মহেঞ্জোদারো (বর্তমান পাকিস্তানে লারকান জেলায়) ও হরপ্পাতে (পাঞ্জাবে মন্টেগোমারি)। এই সভ্যতা গড়ে তুলছিল দ্রাবিড় জাতি। ১৯২১ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হরপ্পায় প্রথম সিন্ধু সভ্যতার সন্ধান মেলে। ভারতীয় সভ্যতাটি \'সিন্ধু সভ্যতা\' নামে পরিচিত, এটি সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল।