সঠিক উত্তর হচ্ছে: হাতি/ হাতী
ব্যাখ্যা: মূল সংস্কৃত শব্দে যদি ঈ/ঊ-কার থাকে তবে তদ্ভব বা অর্ধতৎসম শব্দে ঈ/ঊ-কার অথবা ই/উ-কার ব্যবহার করা যাবে। তবে আধুনিক বানানের নিয়মে হ্রস্বস্বরের ব্যবহার অধিক গ্রহণযোগ্য। সংস্কৃত হস্তী থেকে হাতী/হাতি। সংকৃত নর-এর সাথে স্ত্রীবাচক প্রত্যয় ঈ যুক্ত হয়ে নারী শব্দটি গঠিত হয়েছে। তাই \'নারি\' বানান ভুল। ঈ, ঈয়, অনীয় প্রত্যয় যোগ ঈ-কার হবে। যেমন— জাতীয় (জাতি), দেশীয় (দেশি ), পানীয় (পানি)। \'জাতী\' বানান ভুল। তাই এখানে সঠিক উত্তর হবে হাতি/হাতী